• সংবাদ সম্মেলন

    দঃ সুনামগঞ্জের আব্দুল মজিদ কোন ডাকাত দলের সদস্য নন, তিনি ২২মৌজা হাওর কমিটির ক্যাশিয়ার

      প্রতিনিধি ২ জুন ২০২০ , ৬:২৪:৩৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরাতন জাহানপুর গ্রামে বাচ্ছাদের ঝগড়া নিয়ে দু’দফা মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় মামলা ও দায়ের করা হয়েছে। গত ১৬মে মাদ্রাসার ঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহানপুর গ্রামের শফিক মিয়ার ছেলে মইনুল হক ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের আইয়ূব উল্ল্যাহর ছেলে আব্দুস সালাম,মৃত সমর উল্ল্যাহর ছেলে কলিম উল্ল্যাহ,ওদুদের ছেলে সুজাত মিয়া,আব্দুল খালিকের ছেলে জাকারিয়া ও আব্দুল কাহারের ছেলে আবু বক্কর গংরা মিলে মইনুল হককে রাস্তায় ফেলে বেদড়ক পিঠিয়ে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৯মে মইনুল ও তার সহযোগিরা প্রতিপক্ষের মুরুব্বী আব্দুল হেকিমের উপর হামলা চালায় এতে আব্দুল হেকিম আহত হন। এ ঘটনায় আহত আব্দুল হেকিমের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে গত ১৯ মে মইনুল হক,আব্দুল মজিদসহ ১২জনকে আসামী করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্ত কিছু অনলাইন নিউজ পোর্টালে আসামী পক্ষের আব্দুল মজিদকে কুখ্যাত ডাকাত উল্লেখ করে ভূলভাবে যে সংবাদগুলো প্রচার করা হয়েছে এর সাথে আব্দুল মজিদের আদো কোন সর্ম্পক নেই। তিনি ২২ মৌজার হাওর কমিটির ক্যাশিয়ার হিসেবে অত্যন্ত সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আব্দুল মজিদ জাহানপুর গ্রামের মৃত হানিফ উল্ল্যাহর ছেলে। সংবাদকর্মীরা জাতির বিবেক হিসেবে ভূলভাবে কোন সংবাদ প্রকাশ না করে সত্য ঘটনা প্রকাশের আহবান জানান।

    আরও খবর

    Sponsered content