• অপমৃত্যু

    ঠাকুরগাঁওয়ে চিকিৎসার টাকার অভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

      প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ১১:০০:২৫ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা ১নং ওয়ার্ডের মৃত চেচারু বর্মনের স্ত্রী বাসন্তী (৫৫) নামে এক মহিলা অসুস্থ যন্ত্রণা সইত না পেরে এবং চিকিৎসার টাকার অভাবে গতকাল (২৩ জুন) মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    স্থানীয়রা জানান, বাসন্তী রানী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। গত কয়েক দিন ধরে বমি, ডায়রিয়া ও জ্বর সমস্যায় ভুগতে ছিলো।

    তার ছেলে হেমন্ত রায় ঝালমুড়ি ও ফুচকার দোকান করে পরিবারের খরচ চালাতো কিন্তু করোনাভাইরাসের কারণে প্রায় দীর্ঘ ৩ মাস থেকে দোকান পাট বন্ধ রাখায় তার আয়ও বন্ধ।

    মৃত বাসন্তীর ছেলে হেমন্ত রায় বলেন, এই টানাপোড়নের সংসারে আমার মায়ের উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি। তার পরেও আমি স্থানীয় ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু গত ২৩ জুন রাতে সকলের অজান্তে কখন যে আমার মা গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে আমরা কেউ তা বুঝতে পারিনি।

    ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক এসআই ফিরোজা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content