• ত্রাণ বিতরণ

    ঠাকুরগাঁওয়ে জাকের পার্টি ছাত্রফ্রন্টের খাদ্য বিতরণ

      প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৯:০৪:৫৮ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁওয়ে জাকের পার্টি ছাত্রফ্রন্টের দুই যুগ পূর্তিতে ৩নং আকচা ইউনিয়নের হত-দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট।

    শনিবার (২৭জুন) রাতে জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সহযোগিতায় দেড়শ পরিবারের মাঝে খাবার বিতরন করেন, ঠাকুরগাঁও সদর থানা শাখা ৩নং আকচা ইউনিয়ন জাকের পার্টি ছাত্রফ্রন্ট।

    এসময় ৩নং আকচা ইউনিয়ন জাকের পার্টি ছাত্রফ্রন্টের সদস্যরা রাতের আধারে বৃষ্টিতে ভিজে ভিজে বিভিন্ন পয়েন্ট ও ওয়ার্ডে জাকের পার্টি চেয়ারম্যানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

    এসময় উপস্থিত ছিলেন, একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও জেলা জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী জননেতা আল-মামুন বলেন,

    তিনি বলেন, জাকের পার্টি দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। মহামারী করোনাভাইরাসের মধ্য দিয়ে গরীব-অসহায় মানুষদের পাশে আছে জাকের পার্টি। তাই আমরা মানব সেবার কাজ ও চেষ্টা অব্যাহত রাখব।

    এসময় আরও উপস্থিত ছিলেন, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান প্রিতম, সাধারণ সম্পাদক, ইমরান সম্রাট মুরাদ, সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন, ঠাকুরগাঁও সদর থানা শাখার সভাপতি পশিরুল ইসলাম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    0Shares

    আরও খবর

    Sponsered content