প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৪:১৭:৩৪ অনলাইন সংস্করণ
ছবিঃ উদ্ধার হওয়া ছিনতাইকৃত মাইক্রোবাস।
ঝালকাঠি থেকে ফিরে, গাজী আসাদুজ্জামান রাকিব।। ঝালকাঠি সদর থানায় একটি ছিনতাইকারী মাইক্রোবাস গাড়ি উদ্ধার করা হয়েছে । আজ ২৪/০৭/২০ ইং দুপুর ১২:৩০ সময় নলছিটি থানার এসআই অনিদা নলছিটি থানার মগড় ইউনিয়ন এর মগর গ্রামের বরিশাল ঝালকাঠি সড়কের মগর নামক স্থান থেকে ছিনতাইকারী একটি সাদা রংয়ের মাইক্রোবাস উদ্ধার করেন গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো- গ ৩৭-৪৯৫১ )।
এ বিষয়ে ঘটনাস্থলে এস আই অনিদার সাথে আলাপ করলে তিনি জানান ছিনতাইকারী’রা গাড়িটি এখানে রেখে পালিয়ে যায় ।তিনি আরো জানান গাড়িটি ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করেছি।
এছাড়া ঘটনাস্থল থেকে এসআই অনিদা ও স্থানীয় সূত্রে জানা যায় সাদা রংয়ের এ মাইক্রোবাসটি দিয়ে একটি ছিনতাইকারী চক্র দীর্যদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চালকদের কাছ থেকে অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই ও বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করত ।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাদা রংয়ের মাইক্রোবাসটি থানায় আটক আছে সাথে দুজন’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।