• মৌলভীবাজার

    জুড়িতে চুরি হওয়া দোকান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

      প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৫:১৩:৪১ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি::
    জুড়ীতে ৯টি দোকান ও মসজিদ মাদরাসার দান বাক্স চুরি হওয়ার পর সেই সব দোকান পরিদর্শনে গেলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

    জানা যায়,গত ২৪ জুন রাতে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হাফিজিয়া বাজারে ৯ টি দোকান ও বিভিন্ন মসজিদ মাদরাসার দান বাক্স চুরি হয়। প্রাকৃতিক মহামারী করোনার কারনে চারিদিকে যখন নীরবতা নিস্তব্ধতা বিরাজ করছে তখন এই চুরির ঘটনা ঘটে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাও আঃ শহীদ এর আল রাজি ফার্মেসী, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন এর হোসাইন স্টোর, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মুকিত এর দুটি দোকান লাবিব কনফেকশনারী ও মুকিত ভেরাইটিজ স্টোরসহ শহীদ ভেরাইটিজ স্টোর, ইভা স্টোর,মিছিল আলীর চায়ের দোকান, আক্কল আলীর টং দোকান এবং মোঃ মতি মিয়ার টং দোকানের ক্যাশের নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি হয়। এছাড়া হোসাইন স্টোর, মিছির আলীর চায়ের দোকান, লাবিব কনফেকশনারী, ও আলরাজি ফার্মেসীতে থাকা বড়ডহর হাফিজিয়া মাদরাসা, বড়ডহর হাফিজিয়া মাদরাসা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ মাদরাসার ও মাজারের দান বাক্স চুরি হয়।
    আজ শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ মঈদ ফারুক সরেজমিনে গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এ্যাডঃ সিরাজুল ইসলাম ও সাথে ছিলেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাও আঃ শহীদ জানান, চুরি হওয়া মালামালের সঠিক পরিমান হিসাব নিকাশ করেই আগামী কাল এর মধ্যে থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন।

    আরও খবর

    Sponsered content