• ক‌্যাম্পাস

    জগন্নাথপুরে শিক্ষার্থীদের জন্য ৩ লাখ টাকা ব্যায়ে ২টি নৌকা প্রদান

      প্রতিনিধি ৮ জুন ২০২০ , ৩:০২:১৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে শিক্ষার্থীদের যাতায়াত এর জন্য রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে ও এলজিএসপির অর্থায়নে রানীগঞ্জ কলেজ ও রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাকে ২ টি নৌকা প্রদান করা হয়েছে।

    কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের যাতায়াত এর জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে ও এলজিএসপির অর্থায়নে ৩ লাখ টাকা ব্যায় সাপেক্ষে ২ টি নৌকা আজ ৮ ই জুন রোজ সোমবার দুপুরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম রানা উপজেলার রানীগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মোঃ মকবুল হোসেন ও রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হাজী মোঃ সুন্দর আলীর নিকট হস্তান্তর করেছেন।
    নৌকা দু’টি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তফা কামাল,রানীগঞ্জ কলেজ এর অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, কলেজের প্রভাষক মিছলুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর, পরিষদের সদস্য তেরা মিয়া তেরাব ও সাংবাদিক দুলন মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

    0Shares

    আরও খবর

    Sponsered content