প্রতিনিধি ৯ জুন ২০২০ , ৪:৫৯:৫৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্যাডাগজি ও আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর অর্থায়নে উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের প্যাডাগজি ও আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন উপজেলা পরিষদ মিলনায়তনে ৯ ই জুন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জগন্নাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, স্হানীয় সরকার জগন্নাথপুর উপজেলার প্রকৌশলী গোলাম সারোয়ার।
প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের সহকারী প্রোগামার
আশিষ চক্রবর্তী,উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার ও হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।