প্রতিনিধি ৫ জুন ২০২০ , ১:৪১:১৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এক ইউপি সদস্য সহ দুই জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ ৫ ই জুন শুক্রবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক দল স্বাস্থ্য কর্মী তাদেরকে নিজ নিজ বাড়ীতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করেছেন। এবং উভয়ের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জগন্নাথপুরে ১৯ জন শনাক্ত হয়েছেন। তমধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসূদন ধর জানান,বিগত লা জুন আমরা দুজনের নমুনা সংগ্রহ করি।গত ৪ ঠা জুন দিবাগত রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রতিবেদনে দুটি পজিটিভ শনাক্ত হয়। তাদের একজন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ এর সদস্য ব্রাহ্মণ্ গাঁও গ্রামের বাসিন্দা ও অপর জন জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ এর মাঠকর্মী জগন্নাথপুর পৌর শহরের বটের তলের এলাকার বাসিন্দা। আমরা তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি। এনিয়ে জগন্নাথপুরে ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তমধ্যে ৭ জন পূর্ণ সুস্থ হয়েছেন।
তিনি আরো বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি মৃত্যুর সংখ্যাও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
জগন্নাথপুরেও প্রায় প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন। তাই দয়া করে জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাইরে ঘুরাঘুরি করবেন না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন,বার বার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন। হালকা কুসুম গরম পানি বেশি করে পান করার পাশাপাশি ভিটামিন সি ও জিংক সমৃদ্ধ খাবার,সবুজ শাকসবজি খাবার তালিকায় রাখুন। প্রতিদিন হালকা রোদে ৩০ মিনিট ব্যায়াম করুন এবং ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।