প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ২:৫৭:৪৫ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা ইউনিয়নের ৪ জন মেম্বার কর্তৃক এক চা শ্রমিককে পিঠিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।আহত চা শ্রমিক জহরলাল রবি দাস জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে ২ দিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার ফুলতলায় এ মানববন্ধনে দেলোয়ার হোসেন জায়েদের সভাপতিত্বে
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মনু মিয়া,ফুলতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল বাছিত ছায়াদ,যুগ্ম
সানি পান্ডে,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান সোহেল,বাগানের পঞ্চায়েত সভাপতি রবী বুনার্জী, অরো র্যধ্যস্যাম প্রমুখ।
গত ২১ তারিখ বিচারের নামে চা শ্রমিককে ইউনিয়ন পরিষদে এনে চেয়ারম্যানের সামনে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্যাতন করা হয়।পরবর্তীতে জুড়ী থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।