প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ১:৪৮:০৪ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি:: টিলা থেকে কাঁঠাল চুরি করায় কিশোর সালমানকে (১৫) হত্যা করে তুরাব খাঁ (৫০)। গত বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সালমান। পরে অনেক খোঁজার পর বৃহস্পতিবার বাড়ির পাশের একটি জঙ্গল থেকে থেকে সালমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সালমানের মা বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করলে বেরিয়ে আসে হত্যার রহস্য। গ্রেফতার করা হয় হত্যাকারীকে।
নিহত সালমান কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নের জগৎপুর গ্রামের সাহাদ মিয়ার ছেলে। হত্যকারী তুরাব খাঁ ওই এলাকার সুজন খাঁর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, তুরাব খাকে বুধবার ১০ দিনের রিমান্ড চেয়ে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টিলায় কাঁঠাল চুরির ঘটনায় কিশোর সালমানকে খুন করে তুরাব খাঁ পাশের টিলায় ফেলে রাখে।