• কৃষি সংবাদ

    কুলাউড়া মৎস্যজীবী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

      প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ১২:০১:১১ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি:- বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৃক্ষরোপন কমসূচির অংশ হিসাবে,আজ বুধবার (২৪ জুন) দুপুর ২টায় কুলাউড়া বঙ্গবন্ধু জাতীয় উদ্যান প্রাঙ্গণে, উপজেলা মৎস্যজীবী লীগ আয়োজন করে এক বৃক্ষরোপণ কর্মসূচির।

    উক্ত কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাফর আহমদ গিলমান ও কুলাউড়া উপজেলা মৎস্যজীবী লীগ এর আহবায়ক ইকবাল হোসেন রিজন এবং সদস্য সচিব আবুল মনসুর রাজন উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ কুলাউড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এসময়, উক্ত অনুস্টানে কুলাউড়া উপজেলা মৎস্যজীবী লীগ এর আহবায়ক ইকবাল হোসেন রিজন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে কুলাউড়া উপজেলা মৎস্যজীবী লীগ এবং সদস্য সচিব আবুল মনসুর রাজন বলেন জননেত্রী শেখ হাসিনার যেকোন কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করতে উপজেলা মৎস্যজীবী লীগ সর্বদাই নিয়োজিত থাকবে।

    আরও খবর

    Sponsered content