প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ১০:৫১:৪৭ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার এর কুলাউড়া উপজেলার মৎস্যজীবী লীগ এর যুগ্ম আহবায়ক এবং তেলিবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মখলিছুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন বলে দৈনিক ভাটি বাংলা কে নিশ্চিত করেছেন। বিভিন্ন সুত্রে জানা যায় করোনা ভাইরাস আসার পর থেকে তিনি করোনা সচেতনতা বৃদ্ধিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ উপজেলার বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের সেবা প্রধান করে গেছেন। মখলিছুর রহমান করোনায় আক্রান্ত হলে তিনির শুভাকাঙ্ক্ষী সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনির জন্য দোয়া চেয়েছেন। মখলিছুর রহমানের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তিনি সকলের কাছে তার আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।