• মৌলভীবাজার

    কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের ছবি নিজ হাতে অঙ্কন করে উপহার দিলেন এক ভক্ত

      প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৬:৪৯:৪৩ অনলাইন সংস্করণ

    ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি:: কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমানের ছবি নিজ হাতে অঙ্কন করে অঙ্কিত ছবিটি বাঁধাই করে চেয়ারম্যানকে উপহার হিসেবে প্রদান করেন ভাটেরা ইউনিয়নের তুহিন আহমেদ লিমন নামের এক ভক্ত।

    গতকাল (২০/০৬/২০২০ইং শনিবার) রাতে উপজেলা চেয়ারম্যানের বশির প্লাজাস্থ কার্যালয়ে ছবিটি তুলে দেন ভক্ত লিমন।

    লিমনের সাথে কথা বলে জানা যায়, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সফি আহমদ সলমান তার অত্যন্ত পছন্দের একজন মানুষ। বিশেষ করে উনার সততা, নিষ্ঠা, সুন্দর সমাজ পরিচালনা, নেতৃত্ব, সাহসিকতা এবং কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে চেয়ারম্যানের ভূমিকা দেখে মুগ্ধ হয়ে উনার প্রতি তার এই ভালোলাগা। আর এই ভালোলাগা এবং ভালবাসার বহিঃপ্রকাশই হলো দীর্ঘ সময় ও মেধা ব্যয় করে ছবিটি অঙ্কন।

    লিমন বলেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে সংম্পৃক্ত নয়। ছোট বেলায় থেকে আঁকা আঁকির অভ্যাস ছিলো কিন্তু খুব একটা আঁকা হয়নি তখন। বর্তমান লকডাউনের সময়গুলোতে তিনি তার পছন্দের মানুষের ছবি আঁকতে শুরু করেছেন। তারই অংশ হিসেবে প্রথমেই উপজেলা চেয়ারম্যানের ছবিটি আঁকলেন। তিনি ভবিষ্যতে একজন চিত্রশিল্পী হবার আগ্রহ প্রকাশ করেন।

    এদিকে চেয়ারম্যান সাহেব এমন আকষ্মিক ছবি আকাঁ দেখে বিস্মিত হন। তিনি বলেন, তার প্রতি সাধারণ মানুষের এমন ভালবাসা তাকে সত্যিই আনন্দ দিচ্ছে। ছবির ঐ শিল্পীকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, এভাবে উনাকে ভালবাসলে এবং পাশে থাকলে তিনি কুলাউড়াবাসীকে একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

    তুহিন আহমদ লিমন কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সন্তান। সে ভাটেরা স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি ও এইস.এস.সি সম্পন্ন করেছে। সে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন ও পেন্সিল স্ক্রেচের কাজ করার চেষ্টা করছে।

    ছবিটি উপহার দেওয়ার সময় সাথে ছিলেন ভাটেরার কৃতি সন্তান লিমনের মামা আমিনুল ইসলাম মিজান।

    আরও খবর

    Sponsered content