প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৩:৪২:৪৪ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের এক সাড়াশি অভিযানে কুলাউড়ার কুখ্যাত ৪ ছিনতাইকারী ও গরুচোরকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এসআই কানাই লাল চক্রবর্তী, এসআই সনক কান্তি দাস, মাসুদ আলম ভুঁইয়া, আবুল বাসার, নিরঞ্জন তালুকদার, এএসআই আবু আহমদ সুজন ও এরশাদসহ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করেন।
আটককৃতরা হচ্ছে মোস্তাফিজুর রহমান ফুল, সুমন মিয়া, রাজন ও মজিবুর রহমান (ফেন্সি মজিব)।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আটককৃত ৪ জন কুলাউড়ার কুখ্যাত ছিনতাইকারী ও গরুচোর। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও গরুচুরির মামলা রয়েছে।
তিনি আরও জানান, আটককৃত ৪ জনকে শুক্রবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।