• করোনা ভাইরাস নিউজ

    করোনায় প্রকোপে দেশের ১০ জেলা রেড জোন, ২৭টি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

      প্রতিনিধি ২১ জুন ২০২০ , ৯:০৩:১৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। করোনা মহামারী ঠেকাতে দেশের ১০ জেলার ২৭ রেডজোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
    রোববার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
    জেলাগুলো হল— নারায়ণগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর, মাদারীপুর ও চুয়াডাঙ্গা।
    ছুটিকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
    মহামারী সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে ‘রেড জোনে’ সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল।
    কোভিড-১৯ সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে ২১ জুন থেকে সাধারণ ছুটি দেয়া হয়েছে।
    সাধারণ ছুটির ২৭টি এলাকাগুলো হল— নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর কয়েকটি ওয়ার্ড, বগুড়া, চট্টগ্রাম এর উত্তর কাটলী, মৌলভীবাজার এর শ্রীমঙ্গল ও  কুলাউড়ার কয়েকটি এলাকা, হবিগঞ্জ এর পৌরসভার ও চুনারুঘাট এর কয়েকটি এলাকা, মুন্সিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড, কুমিল্লা, যশোর এর বেনাপোল ও অভয়নগর এলাকা, মাদারীপুর ও চুয়াডাঙ্গা দর্শনা উপজেলা।
    প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।
    এছাড়া লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।
    জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন কোন ‘রেড জোনে’ ২১ দিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content