প্রতিনিধি ১২ জুন ২০২০ , ১১:১২:২৪ অনলাইন সংস্করণ
আমজাদ হোসাইনঃ
বাঙ্গালীর প্রিয় মধুমাস জ্যৈষ্ঠ ও যেন করোনার হানা। ষড়ঋতুর পথ পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল। আর কদিন বাদেই বর্ষাকালের আগমন ঘটবে।বৈশাখ-জৈষ্ঠ এ দুই মাস গ্রীষ্মের বার্তা বহন করে। মধুমাসে বাজারে পাওয়া যায় আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, আনারস, কলা ছাড়াও লটকন, পেয়ারা, বাঙ্গি, তরমুজ ইত্যাদি।
জ্যৈষ্ঠ বাংলা বছরের দ্বিতীয় মাস। এর দ্বারা গ্রীষ্মের সমাপ্তি ঘটে। বাংলাদেশের বৈচিত্রময় প্ররিবেশ ব্যবস্থা ও গাছপালার কারণে মধুমাসে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে দোল খায় সিঁদুর রঙা আম। মিষ্টি আমের ঘ্রানে যেন চারিদিক মাতিয়ে রাখে। দাবদাহের তৃষ্ণার্থ প্রাণকে শীতলতার পরশ বুলিয়ে দেয় গ্রীষ্মের ফুটি, বাঙ্গি, তরমুজ। আর বিশাল এক মজার বিষয় আনে গ্রীস্মকালীন ছুটি, আহ্!বাচ্চারা কি যে আনন্দিত হয় তখন । সারা বছরে আকর্ষনীয় ছুটি কারন তখন মা- বাবার কাছে বেড়াতে যাওয়ার বায়না ধরার সুযোগ কেউ যেন ছাড়তে চায়না।কিন্তু এবার করোনা যেন মধুমাস টাকে তিক্ততায় ভরে দিলো!
সবার প্রিয় বাংলাদেশের বৈচিত্রময় প্ররিবেশ ব্যবস্থা ও গাছপালার কারণে মধুমাসে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে দোল খায় সিঁদুর রঙা আম। দাবদাহের তৃষ্ণার্থ প্রাণকে শীতলতার পরশ বুলিয়ে দেয় গ্রীষ্মের ফুটি, বাঙ্গি, তরমুজ। পাওয়া যায় জাতীয় ফল কাঁঠাল। এছাড়া লিচু, কালো জাম, ক্ষুদিজামে বাজার এখন সরগরম। বাজারে আরও পাওয়া যায় রসে ভরা আনারস, আমলকী, আতা, করমচা, জামরুল, বেল, গাব ইত্যাদি ফল। পাকা তাল না পাওয়া গেলেও বাজার তখন ভরে যায় কাঁচা তালে।কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার দুই ‘বিঘা জমি’তে লিখেছেন-
“সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম”।
গ্রীষ্ম শুধু ধ্বংস, খরতাপ কিংবা নতুনের আহ্বান নিয়েই আসে না। আসে মৌসুমি ফলের সম্ভার নিয়ে, তবে এবারে সেই ফল কেনার ধুমে যেন ভাটা পড়ে গেছে!!
এই মহামরীর কবলে যেন মামা বাড়ী বেড়াতে যাওয়া বন্ধ হয়ে গেছে। সেই চিরাচরিত মধুমাসের ছুটি নিয়ে পল্লী কবি জসীমউদ্দীন তারই প্রতিচ্ছবি এঁকেছেন ‘মামার বাড়ী’ কবিতায়-
“ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ
পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ”।
আমরা সকলে এটাই চাই আবারো যেন পৃথিবী তার প্রান ফিরে পাক ,ফিরে পাক স্বাভাবিক জীবনধারা।আবার যেন সেই চিরচেনা মধুমাস ফিরে আসে।নতুন সূর্যের আলোয় যেন আলোকিত হয় সকলে।
লেখক: আমজাদ হোসাইন
সম্পাদক ও প্রকাশক শিমুলবার্তা।