• মৌলভীবাজার

    করোনাকে জয় করলেন সামাজিক সংগঠক দম্পতি আব্দুল আহাদ জুয়েল ও স্ত্রী কনক আহাদ-

      প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৬:৩৩:২৫ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি::জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার প্রতিষ্ঠাতা সফল সাধারণ সম্পাদক,জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য, সিলেট বিভাগীয় চাকুরীজীবি পরিষদের আজীবন সদস্য, আব্দুল আহাদ জুয়েল ও তার স্ত্রী কনক আহাদ করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।
    আজ ২৭ জুন তিনি এ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। তিনি গত ৪ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত থাকা অবস্থায় কোভিড ভাইরাসে সংক্রমিত হোন। তার পর থেকে তিনি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে বাসায় আইসোলাশনে ছিলেন।
    করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর, এ দম্পতির জন্য বিভিন্ন স্থানে দোয়া, ও প্রার্থনা করা হয়। এ বিষয়ে আব্দুল আহাদ জুয়েল বলেন,চাকরিরত অবস্থায় আমার করোনার উৎসর্গ দেখা দিলে আমি নমুনা টেস্টের জন্য পাটাই।এতে আমার করোনা পজিটিভের রিপোর্ট আসে।তারপর আমার স্ত্রী ও সন্তাদের নমুনা পাঠানো হলে স্ত্রীর নমুনায় করোনা পজিটিভ আসে এবং সন্তানদের নেগেটিভ আসে।আমি বাসায় থেকে সব সময় পুষ্টিকর খাদ্য,মধু,লাল চা ইত্যাদি খেয়েছি।এখন আমরা দুইজন সম্পূর্ণ সুস্থ আছি।

    আরও খবর

    Sponsered content