প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৬:৩৩:২৫ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি::জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার প্রতিষ্ঠাতা সফল সাধারণ সম্পাদক,জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য, সিলেট বিভাগীয় চাকুরীজীবি পরিষদের আজীবন সদস্য, আব্দুল আহাদ জুয়েল ও তার স্ত্রী কনক আহাদ করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।
আজ ২৭ জুন তিনি এ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। তিনি গত ৪ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত থাকা অবস্থায় কোভিড ভাইরাসে সংক্রমিত হোন। তার পর থেকে তিনি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে বাসায় আইসোলাশনে ছিলেন।
করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর, এ দম্পতির জন্য বিভিন্ন স্থানে দোয়া, ও প্রার্থনা করা হয়। এ বিষয়ে আব্দুল আহাদ জুয়েল বলেন,চাকরিরত অবস্থায় আমার করোনার উৎসর্গ দেখা দিলে আমি নমুনা টেস্টের জন্য পাটাই।এতে আমার করোনা পজিটিভের রিপোর্ট আসে।তারপর আমার স্ত্রী ও সন্তাদের নমুনা পাঠানো হলে স্ত্রীর নমুনায় করোনা পজিটিভ আসে এবং সন্তানদের নেগেটিভ আসে।আমি বাসায় থেকে সব সময় পুষ্টিকর খাদ্য,মধু,লাল চা ইত্যাদি খেয়েছি।এখন আমরা দুইজন সম্পূর্ণ সুস্থ আছি।