প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৮:২৩:০৬ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। করোনা ভাইরাস প্রতিষেধক নিয়ে গবেষণা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। এবার কোভিড-১৯ চিকিৎসার প্রথম ওষুধ ব্যবহারের ছাড়পত্র দিল রাশিয়া। আগামী ১১জুন থেকে রাশিয়ার হাসপাতালগুলিতে রোগীদের সেই ওষুধ দিতে পারবে বলে জানানো হয়েছে।
বর্তমানে কোভিড-১৯-এর কোনও প্রতিষেধক নেই। একাধিক অ্যান্টিভাইরাল ড্রাগের মানুষের উপর ট্রায়াল শুরু হলেও এখনও পর্যন্ত দক্ষতা প্রমাণ করতে পারেনি। একমাত্র গিলেডের রেমডেসিভিয়ার কিছুটা কার্যকরী হয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রেই সেই ওষুধ রোগীদের দিচ্ছে কয়েকটি দেশ।
তাই আপাতত রাশিয়ার নয়া ওষুধের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। নয়া সেই ওষুধটি অ্যাভিফাভিয়ার নামে পরিচিত। সবে সেটির জেনেরিক নাম ফাভিপিরাভিয়ার। ১৯৯০ দশকের শেষদিকে ওষুধটি তৈরি করেছিল এক জাপানি সংস্থা। পরবর্তীকালে সেই সংস্থাকে কিনে নেয় ফুজি– দিমিত্রিয়েভ জানিয়েছেন, ৩৩০ জনের উপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রে রোগ চারদিনের মধ্যে রোগ সারিয়ে তুলেছে। এক সপ্তাহের মধ্যে সেই ট্রায়াল শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিশেষ পরিস্থিতিতে ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। গত মার্চে ওষুধ তৈরিও শুরু হয়েছে।
তবে রাশিয়ার অনুমোদনের পরই করোনার ওষুধ মিলেছে বলে দাবি করতে নারাজ বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, সাধারণত অনেক মাস ধরেই ক্লিনিক্যাল ট্রায়াল চলে। এমনকী তা দ্রুত করা হলেও। ছোটো ক্ষেত্রে প্রথমদিকে ক্লিনিক্যাল সাফল্য পেলেই যে কোনও ওষুধ পরের দিকেও সাফল্য পাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। ফলে অ্যাভিফাভিয়ার সাফল্য পাবে কিনা, সেই উত্তর ভবিষ্যতেই মিলবে। হিন্দুস্থান টাইমস