• ক‌্যাম্পাস

    এসএসসি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে

      প্রতিনিধি ১ জুন ২০২০ , ১০:৩৪:০৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রথম স্থান আর্জন করেছে।আর সর্বনিম্ন পাশের হার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর।

    উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাযায়, সারা দেশের ন্যায় গতকাল ৩১ শে মে রোজ রবিবার প্রকাশিত চলতি ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রথম স্হান অর্জন করেছে। শিক্ষক সংকটের মধ্যে দিয়ে বিদ্যালয়টি দুটি জিপিএ -৫ সহ শতভাগ সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।
    স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী জানান, দুটি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য লাভ করায় আমরা আনন্দিত। তিনি বলেন শিক্ষক সংকটের মধ্যে দিয়েও আমরা আন্তরিকতার সহিত পাঠদান চালিয়ে যাওয়ায় কাঙ্খিত ফলাফল এসেছে।
    তিনি এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজাদ আলী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি এ বিদ্যালয়টিতে শিক্ষক সংকটে রয়েছে। আমরা বেসরকারি উদ্যাগে খন্ডকালীন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে সহযোগিতা করে যাচ্ছি। এবার এসএসসিতে দুটি জিপিএ -৫ সহ শতভাগ ফলাফল পাওয়ায় আমরা খুশি।
    জগন্নাথপুর উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান বলেন, চলতি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শত ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তমধ্যে কৃতকার্য হয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৯৩। জিপিএ-৫ এসেছে ২৫টি। উপজলায় সেরা ফলাফল করেছে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ‌্যালয় এবং সর্বনিন্ম ফলোফল করেছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ‌্যালয়।
    এদিকে জগন্নাথপুর এর আইডিয়াল গার্লস হাইস্কুল শতভাগ ফলাফল অর্জন করেছে। ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।সবাই উত্তীর্ণ হয়েছে।

    আরও খবর

    Sponsered content