• সম্পাদকীয়

    আহ্বায়ক মো. হুমায়ূন খান ও সদস্য সচিব আশিকুল ইসলাম ‘আলোকিত উমেদনগর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ’

      প্রতিনিধি ৮ জুন ২০২০ , ৫:২৮:৪৩ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি।। কল্যাণমূলক কার্যক্রমের উদ্যোগ নিতে এবং গ্রামের প্রবাসীদের সঙ্গে সেতুবন্ধন সুদৃঢ় করতে দেশ ও প্রবাসে অবস্থানরত উমেদ নগরের যুবকরা এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উমেদ নগরের শতাধিক যুবক মিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালু করেছেন একটি গ্রুপ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামবাসীদের সেতুবন্ধন তৈরি করে সেবা কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে উমেদ নগর গ্রামকে আলোকিত করার পরিকল্পনা তাদের।

    ‘শেকড়ের টানে, পাশে আনে’ শ্লোগানে গ্রুপের সাংগঠনিক ভিত্তি ও শৃঙ্খলা রক্ষার্থে যুক্তরাজ্য প্রবাসী মো. হুমায়ূন খানকে আহ্বায়ক এবং ওমান প্রবাসী মাওলানা আশিকুল ইসলামকে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল আহাদ (মালয়েশিয়া প্রবাসী), সৈয়দ মনসুর আলম (ব্যবসায়ী), শিহাব উদ্দীন (চাকুরীজীবি), মো. ওলীউর রহমান (গ্রিস প্রবাসী), মো. জাকারিয়া (কাতারপ্রবাসী) ও মো. ফরহাদ রহমান (দুবাই প্রবাসী)। গ্রুপের কারিগরি বিষয়াদি পরিচালনা করার জন্য অ্যাডমিনের দায়িত্ব দেওয়া হয়েছে কাওছার খান, ফাহাদ রহমান, তোফায়েল আহমদ ও সৈয়দ সুফি আলমকে।
    নবগঠিত অনলাইনভিত্তিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করে গ্রামে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচী গ্রহণের মাধ্যমে এ গ্রুপকে একটি মডেল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। পরবর্তীতে এর কার্যক্রম রাজানগর ইউনিয়ন ও দিরাই উপজেলাসহ সমগ্র বাংলাদেশে সম্প্রসারণ করার পরিকল্পনা তাদের রয়েছে।
    আহ্বায়ক কমিটিকে কিছুদিনের মধ্যে গ্রুপের দিক নির্দেশিকা বা নীতিমালা, উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদ গঠন করে তা প্রকাশ করার জন্য সর্বসম্মতিতে দায়িত্ব অর্পন করা হয়।
    সবশেষে গ্রুপে করোনার এই সংকটময় সময়ে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয় এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

    আরও খবর

    Sponsered content