• মুক্ত কলাম

    আতংকের ছাপ চালের বাজারেও! –আমজাদ হোসাইন

      প্রতিনিধি ১৯ জুন ২০২০ , ৮:৩০:০০ অনলাইন সংস্করণ

    করোনার কালে নিত্যপ্রয়োজনীয় জিনিষের সাথে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় মোটেও পিছু পা হয়নি চালের বাজার। বাজারে বরাবরের মত কিছু অসাধু চক্র এই মহামারীর কালেও ঝোপ বুঝে কোপ মারা যারে বলে,খুব কৌশলে চালিয়ে যাচ্ছে।

    চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও বাড়ছে চালের দাম।

    এ যেনো সাধারন মানুষের ওপর এককথায় জুলুম! গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ৫ থেকে ৬ টাকা!

    করোনাকালে চালের বাজারের লাগামহীন দাম বৃদ্ধির ফলে মানুষ যেন চোখে অন্ধকার দেখছে। দফায় দফায় বাড়ছে দাম।
    করোনাভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের পাশাপাশি চালের বাজারও অস্থির করে তুলছেন। কয়েক দিনের ব্যবধানে বস্তাপ্রতি চালের দাম তিন শ থেকে চার শ, আবার কোথাও কোথাও কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা, কোথাও বা কেজিপ্রতি সাত থেকে ১০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে!

    তবে চালের দাম বৃদ্ধির জন্য পাইকার ও খুচরা বিক্রেতারা অকপটে দায়ী করছেন মিল মালিকদের। বলছেন, মিল মালিকরা দাম বাড়ালে তাদেরও বাড়াতে হয়। দাম ওঠানামা নির্ভর করে ঐ সকল মিল মালিকদের ইচ্ছের ওপর। তাদের খেয়ালখুশির খেলায় দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে সবসময় বলিরপাঠা হতে হয় সাধারন জনগন কে। এই অসাধু চক্র থেকে মুক্তি পাওয়ার কোন পথ আজ অবদি খুজে পাওয়া সম্ভব হয়নি আর অদূর ভবিৎষতে হবে কি না তা জানা নেই কারোই।

    পাইকার ও খুচরা বিক্রেতা এবং মিল মালিকরা পরস্পরকে দোষারোপ করে কায়দা করে সরে আসে মূল্যবৃদ্ধির এ জাতীয় প্রশ্ন থেকে। তারা খুব ভালো করেই জানে সাধারণ মানুষ ঠিকই বাড়তি দাম দিতে বাধ্য হবে কারন সাধারন মানুষ তো নিরুপায়। এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি কর্তৃপক্ষ থেকে।

    যদিও চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আলাদত। চালের দাম বাড়ানোয় জরিমানা করা ও হচ্ছে ব্যবসায়ীদের। তারপর ও কি আসছে চালের বাজারে স্বস্থির হাওয়া? কথায় বলে মাছে ভাতে বাঙ্গালী আরে মাছ না হয় না খেয়ে, কাটিয়ে দিলো সাধারন পরিবার গুলো কিন্তু ডাল ভাত দু- বেলা যোগান তো করতে হবে। একে তো করোনার কালে মানুষের আর্থিক অসচ্ছলতা তিনগুণ বেড়ে গেছে নুন আনতে পানতা ফুরাচ্ছে সাধারন পরিবার গুলোর তারওপর এখন যদি চাল কিনতে ও বেগ পেতে হয় কোথায় যাবে এই অসহায় মানুষগুলো?
    কর্তৃপক্ষ একটু কড়া নজর দিন চালের বাজার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ওপর না হলে করোনাভাইরাস এর প্রকোপে না খেয়ে ও মৃত্যুর কাতারে যোগ হবে বহু জানা কিংবা অজানা নাম।
    লেখক, সম্পাদক প্রকাশক মাসিক শিমুলবার্তা।

    আরও খবর

    Sponsered content