• কৃষি সংবাদ

    হাওরাঞ্চলে সোনালী বৈশাখ– বিপ্লব রায়

      প্রতিনিধি ১২ মে ২০২০ , ৪:২৫:২৭ অনলাইন সংস্করণ

    বিপ্লব রায়, সুনামগঞ্জ:: সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা হাওরাঞ্চল হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। এর মধ্যে সুনামগঞ্জ হাওর বাওর এলাকা হওয়ায় হাওরকন্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এ জেলাকে। বিশেষ করে এজেলার মানুষ কৃষির উপর নির্ভরশীল। বোরো ফসলের উভর নির্ভর করেই এ অঞ্চলের মানুষ সারা বছরের খরচ খরাচি করেন।

    প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে কৃষকেরা ঘরে ফসল তুলেন। তবে এবছর ব্যতিক্রমী ঘটনা ঘটেছে হাওরাঞ্চলে।  সোনালী বৈশাখে সোনালী ফসল ঘরে তুলে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

    ২০০৪ সালের ভয়াবহ বন্যার পরে একটার পর একটা মহাদুর্যোগ লেগেই আছে হাওরাঞ্চলে। এই মহা দুর্যোগের সাথে যুদ্ধ করেই কষ্টার্জিত ফসল ঘরে তুলেছেন কৃষকেরা।

    ২০০৪ সালের বন্যার আতঙ্ক কাটতে না কাটতেই ২০১৭ সালে এপ্রিল মাসে কৃষকদের ভাগ্যে চলে আসে এক অভূতপূর্ব ঘটনা। হাওর লুটেরাদের লুটতরাজে হাওরাঞ্চলের শতভাগ ফসল তলিয়ে যায় অকাল বন্যায়। সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে যান হাওরপাড়ের কৃষকরা।

    তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়ে জীবিকা নির্বাহ করে হাওরাঞ্চলের মানুষ। এই সহায়তা পেয়ে আবার ঘুরে দাঁড়ান কৃষকরা। ২০১৭ সালের এই ভয়াবহ ঘটনার পর সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেই কষ্ঠের উপার্জিত ফসল ঘরে তুলেছেন।

    দীর্ঘ ৪ বছর পর এবছর সোনালী বৈশাখ ফুটে উঠেছে সুনামগঞ্জে। একদিকে চলমান করোনা পরিস্থিতি অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ সবকিছুকে হার মানিয়ে সোনার ফসল ঘরে তুলে হাসি মুখে বাড়ি ফিরেছেন হাওরপাড়ের কৃষক।

    শাল্লা উপজেলার লেখক ও কলামিস্ট সুব্রত দাস খোকন জানান, বহুবছর পর বৈশাখের এই অপরুপ চিত্রফট গুলো দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা সোনার ফসল সুন্দর ভাবে ঘরে তুলতে পেরেছেন।

    শাল্লা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ জানান, হাওরাঞ্চলে এবছর ফসল ভাল হয়েছে। ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে বৈশাখের শুরু থেকেই যেমন করোনা পরিস্থিতির ভয় ছিল, তেমনি ভারি বৃষ্টিপাতে বন্যা হওয়ার আশঙ্কায় সতর্কতাও অবলম্বন করা হয়েছিল হাওরাঞ্চলে। এসব কিছু উপেক্ষা করেই কৃষকেরা সোনার ফসল ঘরে তুলেছেন। বহুবছর পর সোনালী বৈশাখ ফুটে উঠেছে হাওরাঞ্চলে। তাই সময়মতো হাওরের ধান কাটা শেষ করতে পারায় কৃষকদেরকে ধন্যবাদ জানান তিনি।

    আরও খবর

    Sponsered content