• করোনা ভাইরাস নিউজ

    হরিপুরে সমাজসেবার উদ্যোগে ৭০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৩:১৭:৫৩ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৭০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অধিদফতর।

    রবিবার (১৭ মার্চ) হরিপুর উপজেলা চত্বরে , উপজেলা সদর ইউনিয়ন ও এর আশপাশের এলাকার শ্রমজীবী-কর্মহীন পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ঠাকুরগাঁও সমাজসেবা অধিদফতর এর উপপরিচালক সাইয়েদা সুলতানা ।

    এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার হৃদয় হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসআর ফারুকসহ উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন।

    ৭০ পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও একটি করে পচা সাবানের পেকেট দেওয়া হয়।

    গত সপ্তাহে ৫০টি পরিবার কে ত্রাণ সামগ্রী দেওয়া হয় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে।

    আরও খবর

    Sponsered content