প্রতিনিধি ২১ মে ২০২০ , ১১:৫৬:২৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধ।। প্রাণঘাতী করোনা ভাইরাসে ছিন্নমূল একশতাধিক পথ শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে সার্ট পেন্ট ও জামা কাপড় বিতরন করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ অর্থায়নে শহরের হুসেন বখত চত্বর,রিভারভিউ, পুরাতন বাসস্ট্রেশনসহ বিভিন্ন এলাকায় ঐ সমস্ত পথশিশুদের মাঝে ঈদের কাপড়চোপড় বিতরন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শোয়েব চৌধুরী,পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,কাউন্সিলর মোঃ শামছুজ্জামান স্বপন,মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না ও মেয়রের সিও মোঃ রুহুল আমীন প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত পৌরবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়ে বলেন এই প্রাণঘাতী করোনা ভাইরাসে বৈশ্বিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এই করোনার প্রকৌপ বাংলাদেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে কর্মহীন হয়ে পড়া লোকজনের খাদ্যসহায়তা অব্যাহত রেখেছেন। এই সরকার কোন মানুষকে না খেয়ে এবং চিকিৎসার অভাবে মরতে দিবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে আরো বলেন সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোন জরুরী প্রয়োজন ছাড়া ঘরে থাকলে তিনি যেমন ানরাপদ থাকবেন তার পরিবারের প্রতিটি সদস্য নিরাপদে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি গত একমাস ধরে পৌরসভার পক্ষ থেকে পৌর শহরে অবস্থানরত সকল পৌর নাগরিকদের ঘরে ঘরে খাদ্য সহায়তা যেমন পৌছে দেয়া হচ্ছে আগামীতে ও তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।