• শুভেচ্ছা বাণী

    সুনামগঞ্জ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র নাদের বখত

      প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৭:৫৮:২৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা,অভিনন্দন ও অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত

    তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাধ্যমে বছর ঘুরে এলো খুশীর ঈদ। কিন্ত এই প্রাণঘাতী করোনা ভাইরাসের মতো মহামারীর কারণে এবার ঈদের আমেজটা যেন ¤øান হয়ে গেছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটা সাবধানতার সাথেই ঈদ উৎসব পালনের আহবান জানান তিনি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে সবাইকে নিরাপদ থেকে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক পবিত্র ঈদুল ফিতরের এই সন্ধিক্ষণে আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ আমার সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীকে জানাই ঈদ মোবারক । তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের রত্ন শফিউল আলম নাদেল করোনা আক্রান্ত হয়ে নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। তার সুস্থতার জন্য রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন মেয়র নাদের বখত। নাদেল আবারো সুস্থ হয়ে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
    শুভেচ্ছান্তে
    নাদের বখত
    মেয়র সুনামগঞ্জ পৌরসভার,সুনামগঞ্জ।

    আরও খবর

    Sponsered content