• ক‌্যাম্পাস

    সুনামগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৩ জন ছাত্রের শিক্ষা বৃত্তির টাকা ও ৩০ জনকে বাইসাইকেল প্রদান

      প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৩:০৪:২২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধ।।  প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত” বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ন গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৩ জন শিক্ষার্থীর মাঝে চার লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে এবং ৩০ জন শিক্ষার্থীর মাঝেও বাইসাইকেল প্রদান করা হয়।
    বৃহস্পতিবার বিকেলে শহরের মল্লিকপুরস্থ সদর উপজেলা পরিষদের সামনে ক্ষুদ্র ন গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৩ জন শিক্ষার্থীর মাঝে চার লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে এবং ৩০ জন শিক্ষার্থীর মাঝেও বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
    এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content