• করোনা ভাইরাস নিউজ

    সিলেট শহরে হত-দরিদ্রের মধ্যে আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রদের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ

      প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৬:৩৪:২৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাসে লকডাউন চলাকালীন হত-দরিদ্র দিনমজুরদের অন্ন সংস্থানের লক্ষে প্রবাসে বসবাসরত জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রদের অর্থায়নে সিলেট শহরের হতদরিদ্র ১০০টি পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত জনসাধারণ । সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সহায়তা দেয়ার লক্ষে ইউরোপ এর বিভিন্ন দেশে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আশরাফুল ইসলাম,মোঃ আনোয়ারুল ইসলাম,মোঃ খায়রুল ইসলাম, মোঃ কবির উদ্দীন, মোঃ তফাজ্জুল হক,মোঃ নজরুল ইসলাম,মোঃ ইউসুফ আলী,মোঃ টিপু সুলতান, রয়েল আহমেদ,মোঃ আব্দুল কাইয়ুম টিপু ও মোঃ বাবর সুলতান প্রমূখ এর অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী সিলেট শহরে বসবাসরত আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ এনামুল হক লিলুর সার্বিক তত্বাবধানে ২৪ শে মে রোজ রবিবার বিকালে সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ এর হোস্টেল মাঠে সিলেট নগরীর হত-দরিদ্র, দিন মজুর ও মধ্যবিত্ত মানুষের মাঝে
    জনপ্রতি ২ কেজি ময়দা ১ কেজি চিনি, ২ পেকেট সেমাই ১ কেজি গুর ও ১ লিটার তৈল করে ১০০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
    উপহার সামগ্রী বিতরণকালে উপস্তিত ছিলেন আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র মোঃ তালিমুল ইসলাম,মোঃ সায়নুল ইসলাম, মোঃ মনোরুল হক, মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও মোঃ সায়মন উদ্দিন প্রমূখ।
    উপহার সামগ্রী বিতরণ পূর্ব সময়ে বিশ্ববাসীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
    উল্লেখিত ব্যাক্তিবর্গের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী যেকোনো এক দিন হতদরিদ্র পরিবারের মাঝে আবারো উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content