প্রতিনিধি ২৭ মে ২০২০ , ১১:৪৫:১৫ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। সিলেট বিভাগে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭১৫ জন। এরমধ্যে মারা গেছেন ১৫ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩৪৭ জন, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজার জেলায় ৯৭ জন রয়েছেন।
সিলেট জেলায় মঙ্গলবার ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করার পর তাদের করোনাভাইরাস শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। মঙ্গলবার শনাক্তদের মধ্যে জকিগঞ্জের তিনজন, বালাগঞ্জের একজন, জৈন্তাপুরের দুজন, বিশ্বনাথের দুজন আর সদর উপজেলার ১০ জন রয়েছে।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৭৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১৫ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৪ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কারো মৃত্যু হয়নি।