প্রতিনিধি ২০ মে ২০২০ , ৯:২৯:৫৭ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক: সিলেট বিভাগে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৪৫৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৪ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩০ শতাংশ। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৫৫ জন ও মৌলভীবাজারে ৭ জন রয়েছেন।
এদিকে বর্তমানে আক্রান্তদের মধ্যে হাসপাতালে আছেন ১৫৮ জন। বাকিরা সকলেই বাসায় চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূ্ত্রে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ২ জন।
মোট শনাক্ত হওয়া ৪৫৯ জনের মধ্যে সিলেট জেলায় ১৮৫ জন, হবিগঞ্জে ১৩১ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।