প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৮:২৪:১৪ অনলাইন সংস্করণ
ওহিদুল,ইসলাম কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের মেয়ে শিল্পী সোহা রহমানের নতুন গান রিলিজ হয়েছে এইসময়ে। তার প্রথম গান ২০১৮ সালের জুলাই মাসে লন্ডনে ফিল্ম মেকিং হয়েছে একটি নাশিদ, সংগীত পরিচালক এইচ,রহমানের পরিচালনায় নাশিদটির নাম ছিলো” উইকড”এবং দিত্বীয় নাশিদ রিলিজ হয়েছে নভেম্বর ২০১৮ তে,শাহাব উদ্দিন শিহাবের পরিচালনায়”কোরআনের সূর”এবং এরই মধ্যে আর কয়েকটি গান/সংগীত কভার করা হয়েছে সংগীত গুলো হলো ,প্রভূ তুমি বলেছ,রাসূল দেবে না”সুন্নাত”,গানের পাখি হারিয়ে গেছে ইত্যাদি,১৫ মে ২০২০সালের প্রথমদিকে নতুন নাশিদ রিলিজ হয়েছে,সোহা রহমানের লেখা, কথা এবং সূরে রামাদ্বানের গান,,, ”শাহারু রামাদ্বান”। তারুণ্যের নতুন শিল্পী সোহা রহমান সবার দোয়া ও সহযোগীতায় চেয়ে বলেন আমি ইসলামীক নাশিদ নিয়ে আরও কাজ করে এগিয়ে যেতে চাই তাই সবার সহযোগিতা প্রয়োজন সবার নিকট আমার অনুরোধ রইলো এবং তিনি বলেন নিচে উল্লেখিত ইউটিউব লিংকটিতে ডুকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে গান শুনার অনুরুধ রহিলো আবার ও ইসলামী সংগীত/গান নিয়ে সকলের কাছে পৌছে দিতে চাই,,,
সবশেষে সবার মঙ্গলকামণা করেন।ধন্যবাদান্তে,,, শিল্পী সোহা রহমান, লন্ডন/ ইউ কে
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=6Ji60UlABt4