• করোনা ভাইরাস নিউজ

    শাল্লা হাসপাতাল থেকে করোনা জয় করে বাড়ি ফিরলেন তিনজন

      প্রতিনিধি ৯ মে ২০২০ , ১০:২০:৩৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ শাল্লা উপজেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন দুইজন ও নিজ বাড়িতে আইসোলেশনে থাকা একজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

    শনিবার(৯ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।এসময় তাদেরকে করতালির মাধ্যমে বিদায় জানানো হয়।

    শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান বলেন, ‘আজ শনিবার দুপুরে এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা দুই জন ও হোম আইসোলেশনে থাকা একজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    জানাযায়,গত ২৪ এপ্রিল শাল্লা হাসপাতালে প্রথম তিন জন করোনা আক্রান্ত হয়।এদের মধ্যে একজনের বয়স ৬০ ও বাকি দুই জনের বয়স ২৯ এবং ৩২।
    আক্রান্তের পরই তাদের শাল্লা উপজেলা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।তবে আক্রান্তের পর থেকেই তাদের শরীরে কোন উপসর্গ ছিল না বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।
    দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর দ্বিতীয় দফায় তাদের নমুনা পাঠালে তাদের ফলাফল নেগেটিভ আসে।

    আরও খবর

    Sponsered content