• দুর্ঘটনা

    শাল্লায় হাওরে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে

      প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৬:৫৫:১০ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধিঃ শাল্লায় উপজেলার ছায়ার হাওর ও উদগল হাওরে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। পৃথক পৃথক স্থানে এঘটনাটি ঘটে। শনিবার সকাল ৭ টায় উপজেলার আনন্দপুর ও নিয়ামতপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানান, উপজেলার আনন্দপুর গ্রামের কৃষক সমর শীলের সকাল সাড়ে ৭ টায় একটি গাভী গরু  ছায়ার হাওরে ঘাস খেতে গেলে হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত আসলেই সেখানেই বজ্রপাতে গাভীটি মারা যায়। এছাড়াও পাশের এলাকা নিয়ামতপুর গ্রামের কৃষক যোগেশ দাসের দুইটি গরু উদগল হাওরে বজ্রপাতে মারা যায়। গরুগুলো মারা যাওয়াতে উভয় পরিবারে হতাশা বিরাজ করছে।

    এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আশরাফুল ইসলাম জানান, খবর পেয়েছি বজ্রপাতে তিনটি গরু মারা গেছে।   এখন পর্যন্ত শাল্লায় বজ্রপাতে কোন হতাহতের খবর পাইনি বলে জানান তিনি।

    0Shares

    আরও খবর

    Sponsered content