• ক‌্যাম্পাস

    শাল্লায় বলরামপুর স্কুলে প্রথম এ প্লাস পেল সাজন

      প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৩:০২:৩৬ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি:: শাল্লায় বলরামপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এই প্রথম এসএসসি পরীক্ষায় এপ্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে আদিত্যপুর গ্রামের গরীব অসহায় রবীন্দ্র সরকারের ছেলে মেধাবী ছাত্র সাজন সরকার। সে অভাব অনটনের মধ্য থেকে পরিবারের অন্ন যোগাতে কর্ম করেও লেখাপড়ার ধ্যান সাধনায় সফলতা অর্জন করেছে। তার এই ফলাফলে পাশাপাশি বিদ্যালয়েরও একটি সুনাম বয়ে আসছে। কারন বলরামপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এই প্রথম সাজন সরকার এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার আশা বড় হয়ে ডাক্তার হয়ে জনগনের সেবা করবে। সাজনের এই ফলাফলের জন্য তার মা বাবা সবার কাছে আশীর্বাদ চেয়েছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content