প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৯:৪৪:৫৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের কারনে, লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শাল্লা উপজেলার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা আবু আব্দুল্লাহ্ চৌধুরী মাসুদ।
প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী সুনামগঞ্জ জেলা পরিষদের ব্যবস্থাপনায় বিতরণের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ডাকবাংলোর সামনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৪নং শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরী (ফুল মিয়া), শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, লাল আমিন তালুকদার, হাবিবুর রহমান হাবিব, ইকবাল মিয়া, উপজেলা ছাত্রলীগেরর আহ্বায়ক পলাশ চৌধুরী, ইউপি সদস্য তৈয়বুর রহমান, ছাত্রলীগ নেতা আজাদ মোহাম্মদ আলেক প্রমুখ।
আবু আব্দুল্লাহ্ চৌধুরী মাসুদ এ প্রতিনিধিকে বলেন- করোনাভাইরাস জনিত কারণে গোটা বিশ্ব আজ পরস্পরের থেকে বিচ্ছিন্ন।
লকডাউনের বিধিনিষেধ এর কারণে কর্মহীন পরিবারের অন্নসংস্থানের কথা চিন্তা করে সরকার প্রায় ৫কোটি মানুষ কে ত্রাণ সহায়তা দিয়েছে। এ-ই বিভীষিকাময় পরিস্থিতিতে হতদরিদ্র ও কর্মহীন পরিবারের ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লক্ষ ব্যক্তিকে নগদ ২’৫০০/- টাকা বিনা খরছে পৌঁছে দিচ্ছেন যা নজিরবিহীন প্রশংসনীয় উদ্যোগ।
সরকার দেশের জনগণকে রক্ষায় সাহসী ও বাস্তবমূখী পদক্ষেপ নেওয়ায় আল্লাহর রহমতে এখনো আমরা যথেষ্ট সুরক্ষিত আছি, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে- অন্যতায় আপনি নিজের, পরিবারের- সমাজের ও দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির জন্যে দায়ী থাকবে। তাই আসুন আমরা সচেতন হই এবং স্বাস্থ্য বিধি মেনে চলি।