• করোনা ভাইরাস নিউজ

    শাল্লায় অসহায় পরিবারকে সাহায্য করলেন ডক্টর সামছুল হক চৌধুরী

      প্রতিনিধি ২২ মে ২০২০ , ১০:৩৫:৪৪ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার:: শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের গরীব, অসহায় বাদল রায়ের মানবেতর জীবন যাপন নিয়ে সাংবাদিক বিপ্লব রায় নিজ ফেসবুকে একটি পোস্ট করেন। উক্ত পোস্টটি বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী-সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরীর নজরে আসে। পরে তিনি লন্ডন থেকে সাংবাদিক বিপ্লব রায়ের সাথে যোগাযোগ করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। উনার দেয়া আশ্বাস আর প্রতিশ্রুতি আজ বাস্তবে রুপান্তরিত হল। বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে টাকা পাঠিয়ে এই পরিবারকে আর্থিক সহায়তা করেন। শুক্রবার দুপুর ১টায় আনন্দপুরের বাদল রায়ের স্ত্রী অনিতা রানীর হাতে সামছুল হক চৌধুরীর দেয়া নগদ অর্থ তুলে দেন আনন্দপুর মোহনা যুবসংঘের সাধারন সম্পাদক দেবরাজ দাস। এসময় বাদল রায়ের পরিবার সামছুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content