• লিড

    ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে ১সপ্তাহে অর্ধশতাধিক চোর ও ছিনতাইকারী গ্রেফতার, জনমনে স্বস্তি

      প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৭:৫৫:৪৯ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহে কতোয়ালী থানার অভিযানে গত সাত দিনে অর্থশতাদিক চোর ও ছিনতাই কারী, গ্রেফতার। কথায় বলে, চোরে না শোনে ধর্মের বানী। করোনার মহামারিতে তারা যেন আগের চেয়েও বেশি সক্রিয়। দেশজুড়ে যখন অপরাধ কর্মকান্ড পুলিশের নিয়ন্ত্রনে সেই সাথে সাধারণ মানুষের ভিতরের এসেছে দায়িত্ববোধ। নিজেরা নিজে থেকেই একে অপরেকে সাহায্য করছে, মানছে সরকারী নির্দেশনা করছে পুলিশকে সহায়তা

    ঠিক এই সময়টিতেই এক শ্রেনীর পেশাদার চোর এবং ছিনতাইকারী সুযোগ বুঝে করে চলেছে অপরাধ কর্মকান্ড। পুলিশ যখন সাধারণ মানুষকে ঘর মুখি করার চেষ্টায় ও অসহায় হত দরিদ্র মানুষদেরকে পুলিশের পক্ষ থেকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। ঠিক এই সময় ঐ সমস্ত অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে আর বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে

    কিন্তু চোরের দশদিন গৃহস্থের একদিন! জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দক্ষ অফিসার ইনচার্জ মাহামুদুল হাসানের নেতৃত্বে তার তিনটি পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স সহ গত সাত দিনে প্রায় অর্ধশতাধিক অপরাধি কে গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

    স্বস্তিতে নগরবাসী, তবে চিন্তিত অপরাধীরা। কারণ গভীর রাতে নগরীর বিভিন্ন অলি-গলিতে উৎপেতে আছে পুলিশ কোথাও দরজা ফাঁকা রেখে আবার মটর সাইকেল নির্জনে রেখে দিয়ে টুপ পেলা হচ্ছে! ঠিক মাছ ধরার বর্ষির আধারে যেভাবে শিকারীরা মাছ ধরে।

    এবার পালাবি কোথায়? দক্ষতা যার সফলতা তার, অফিসার ইনচার্জ মাহামুদুল ইসলাম সেই দক্ষতার পরিচয় দিয়েই আসছেন ধারাবাহিক ভাবে। এ ব্যাপারে তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চোর সুজোগ পেলেই চুরি করবে তাই নিজেদেরকেও সতর্ক থাকতে হবে।আর আমাদের অভিযান অব্যহত থাকবে।

    আরও খবর

    Sponsered content