• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    ময়মনসিংহে ২৩০ পিচ ইয়াবা সহ ডিবির হাতে গ্রেফতার চার মাদক ব্যবসায়ী

      প্রতিনিধি ১৫ মে ২০২০ , ১:৫২:০৩ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহ প্রতিনিধি।।  ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবির) অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ২শত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট তাদের কাছথেকে উদ্ধার করা হয়েছে । গত কাল বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করে (ডিবি) পুলিশ।

    ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান যোগদান করার পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও যুদ্ধ ঘোষণা করেন। করোনা ভাইরাসের মহামারি দেখা দেওয়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ মাঠে দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে । এ সুযোগে মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠে। এ অবস্থায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে আবারো কঠোরভাবে কাজ শুরু করে।
    ডিবির শাহ কামাল আকন্দ আরো বলেন, এই অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার রাতে ডিবি এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর দিঘারকান্দা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, দিঘারকান্দার হেলালের ছেলে মোঃ রায়হান ওরফে চমক ও চুরখাই বগামারি এলাকার হবও রহমানের ছেলে মোঃ রাহুল। এছাড়া এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার অভিযান পরিচালনা করে চায়না মোড়ে থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো,রঘুরামপুরের আঃ সাত্তারের ছেলে লালন শেখ ও চরলক্ষীপুরের আঃ ছাত্তারের ছেলে মোশারফ হোসেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content