প্রতিনিধি ২৫ মে ২০২০ , ৪:৪৮:৪৮ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের কারনে দেশের মানুষ চরম দুর্যোগে আছে, তাই বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জের দলীয় নেতা-কর্মীদের করোনায় স্বাস্থ্যবিধি মেনে জনগণের পাশে থাকতে হবে, আজ রাত ৯ ঘটিকায় ঈদ পরবর্তী এক ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলার কর্মী বান্ধব ও গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব মতিউর রহমান উপরোক্ত কথা বলেন। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, দৈনিক ভাটি বাংলা ডটকম এ-র উপদেষ্টা আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ এর বাসা থেকে ভিডিও কনফারেন্সে আলহাজ্ব মতিউর রহমান আরও বলেন- জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে করোনা প্রতিরোধে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন যা বিশ্বে প্রশংসনীয় হচ্ছে।
আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে ৪ কোটির উপরে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
প্রান্তিক জনগণকে ঈদের আনন্দে শামিল করতে ৫০ লক্ষ ব্যক্তিকে ২৫০০/- করে নগদ টাকা ঈদ উপহার পৌঁছে দিয়েছে।
ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জহিরুল ইসলাম জুয়েল ও সাবেক শাল্লা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ ওলিউর রহমান ইমন প্রমুখ।
এছাড়াও ভিডিও কনফারেন্সে দৈনিক ভাটি বাংলা সম্পাদক ও প্রকাশ এস এম ওয়াহিদুল ইসলামের সাথে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।