প্রতিনিধি ৮ মে ২০২০ , ১:১২:১৫ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুলাভাই এবং হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন শ্যালিকা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে শ্যালিকা সুর্বনা (২৪)কে নিয়ে ঠাকুরগাঁওয়ে নেকমরদে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন নিহত শহীদুজ্জামান সুমন (৪০)। ঠাকুরগাঁওয়ে ২৮ মাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সুমন মারা যায় এবং তার শ্যালিকা কে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে। তার শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত সুবর্ণাকে তার গ্রামের বাসা ঠাকুরগাঁওয়ে নেকমরদে পাত্র পক্ষের দেখতে আসার কথা ছিলো। এদিকে
সুবর্ণা ছিলো তার দুলাভাইয়ের রংপুরের বাসায়। পাত্রপক্ষ দেখতে আসার কথা ঠিক হলে গতকাল দুপুরে তার দুলাভাই নিজের অফিসিয়াল কাজ শেষ করে শ্যালিকা সুবর্ণাকে নিয়ে বাইকে রওনা হয় । পথিমধ্যে ঠাকুরগাঁও-
দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক স্থানে একটি ঘাতক ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় দুলাভাই সুমন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম সত্যতা স্বিকার করে জানান, নিহতদের প্রত্যেককেই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।