প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৫:০৭:৪০ অনলাইন সংস্করণ
মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতিতে মুসলিম উম্মার মহা মিলনে সারসংক্ষেপ হবে ঈদ উদযাপন করবেন সারা বিশ্বের ইসলাম ধর্মের মানুষ। করোনার পরিস্থিতি শিকার অহসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন নেত্রকোণা জেলার মানবিক অনুপ্রেরণা অন্যতম মানুষ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন ও তার সহযোগিরা।
জানা যায়, করোনা পরিস্থিতিতে মানুষ যখন মানবিক বিপন্ন অবস্থায় বিদ্যমান সেই সময়ে নিজ পাড়ার পরিস্থিতির শিকার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা করেছে ছাত্রলীগের শাওন। তার সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য আবু মোঃ উমর সাইফুল্লাহ, মুক্তিযুদ্ধ মঞ্চের নেত্রকোণা পৌর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ টিপু,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দেওয়ান সাবাব,রানা,আসিফ,হৃদয়,বিশাল, রাতুলসহ প্রমুখ্য।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন বলেন, আমি আমার এলাকা মোক্তারপাড়া ও মসজিদ কোয়ার্টার কে করোনা পরিস্থিতি থেকে মুক্ত রেখে খাদ্য সহায়তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্ঠা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য আবু উমর মোঃ সাইফুল্লাহ আমাদের জানান, শাওন তার নিজ অর্থায়ণে ৪২ টি পরিবারের মাঝে ত্রিশ হাজার টাকা ঈদ উপহার দিয়েছেন। তার এমন মহৎ কর্মে আমরা তাকে স্বাগত জানাই।