• কৃষি সংবাদ

    ধোবাউড়ায় ১২লক্ষ টাকা দামের ধানকাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ছয় লক্ষ টাকায় পাচ্ছে কৃষক

      প্রতিনিধি ১০ মে ২০২০ , ৩:৫৩:০৮ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন (মাসুদ) ময়মনসিংহ থেকে।।  

    ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারী ভর্তুকি কৃত বরাদ্দ তৃতীয় ধানকাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ। ১০/৫/২০ রবিবার বিকেলে ধোবাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যেগে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রকল্পের অাওতায় কম্বাইন্ড হারভেস্টার ধানকাটার তৃতীয় মেশিনটি বিতরণ করা হয়। ধোবাউড়া সদর ইউনিয়নের শিবানন্দখিলা গ্রামের কৃষক আবুল আহসান তালুকদার( মিন্টু) কে ধান কাটার মেশিনটি, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন। উল্লেখ্য ১২ লাখ টাকা মুল্যের এই মেশিন ৬ লাখ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে।এতে মাত্র ৬ লাখ টাকা দিয়ে কৃষক ১২ লাখ টাকার ধান কাটার মেশিন পাচ্ছে।এই কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার মেশিন দিয়ে ৪ লিটার ডিজেল খরচ করে ১ ঘন্টায় এক একর জমির এক সাথে ধান কর্তন,মাড়াই,ঝাড়াই,ও বস্তাবন্দী করা যাবে।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান ইতি পূর্বে আরও ২ টি আজ ১ টি মোট ৩ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের মাঝে ( ৫০%) ভর্তুকিতে বিতরণ করাহয়।তিনি আরও জানান যে কোন আগ্রহী কৃষক এই ধরনে মেশিন কেউ নিতে চাইলে সরকার দিতে প্রস্তুত আছে।বলে জানান কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।

    আরও খবর

    Sponsered content