প্রতিনিধি ১২ মে ২০২০ , ৭:৪৩:১৭ অনলাইন সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খাদ্যগুদামে ধান ক্রয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাচাইয়ের জন্য কৃষকের নাম নির্ধারনে উন্মুক্ত লটারী ১২/ ৫/২০ মঙ্গলবার অনু্ষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান লটারী টেনে এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মুহাম্মদ আশরাফ আলী,মুন্সিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান ইমান, মিল মালিক সমিতির সভাপতি খতিয়ার আলম খান মুকুল, খাদ্য পরিদর্শক দেবব্রত বিশ্বাস প্রমুখ।উল্লেখ্য তালিকাভুক্ত ১৫ হাজার ৬৬ জন কৃষকের নামের তালিকায় লটারী অনু্ষ্ঠিত হয়। এবছর সরকারী ভাবে ধোবাউড়া উপজেলার জন্য ২ হাজার ২ শত ৬৯ মেঃ টন ধান,৯ শত ৬৬ মেঃটন সিদ্ধ চাল, ২৫ মেঃটন গম, আতপ চাল ৯১ মেঃ টন ক্রয় করা হবে।ধানের মুল্য প্রতিকেজি ২৬ টাকা ১ হাজার ৪০ টাকা মন,সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা,আতপ চাল ৩৫ টাকা কেজি এবং গম প্রতিকেজি ২৮ টাকা দরে ক্রয় করবে।