• করোনা ভাইরাস নিউজ

    ধোবাউড়ায় ওমর ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১০ মে ২০২০ , ৫:০০:১৯ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন (মাসুদ) ময়মনসিংহ থেকে।। 

    ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারী করুণা ভাইরাস মোকাবিলায়, করুণা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় হয়ে যাওয়া মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি এগিয়ে আসছে সমাজের বিত্তবান লোকেরা। আর দেশের এই ক্রান্তিলগ্নে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার অসহায়,কর্মহীন ও নরসুন্দর মানুষের মাঝে করুণা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে, ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা,পরিচালক ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সালমান ওমর রুবেল। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে ১০ মে রবিবার বিকালে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পোড়াকান্দুলিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সালমান ওমর রুবেলের উদ্যোগে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী নরসুন্দর ও চা দোকানদারের মাঝে সালমান ওমর রুবেলের পক্ষে থেকে বিতরণ করেন ধোবাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম সাদেকুর রহমান, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বিএনপি নেতা আলহাজ্ব আজিজুল হক,যুবদল নেতা মাসুদ সরকার, প্রমুখ।

    আরও খবর

    Sponsered content