• কৃষি সংবাদ

    ধোবাউড়া খাদ্যগুদামে বোর ধান/চাল ক্রয়ের উদ্বোধন ও ১০ টাকা কেজি চালের নতুন কার্ড বিতরন

      প্রতিনিধি ১৯ মে ২০২০ , ২:৩৫:৪৪ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন( মাসুদ) ময়মনসিংহ থেকে।।  

    ময়মনসিংহের ধোবাউড়ায় অভ্যন্তরিন চলতি বছরের বোর ধান/চাল সংগ্রহের উদ্বোধন ও ১০ টাকা কেজি চালের নতুন কার্ড বিতরন। ১৯/৫/২০মে মুন্সিরহাট খাদ্য গুদামে অভ্যান্তরীণ বোর ধান চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করেন,উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফ আলী,সমবায় কর্মকর্তা উছমান আলী, ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ আলী, খাদ্যগুদামের কর্মকর্তা সালউদ্দিন, ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ইকবাল, সমবায় কর্মকর্তা উসমান আলী প্রমুখ। ধান/চাল ক্রয় উদ্বোধন শেষে বাঘবেড় ইউনিয়ন পরিষদে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে জিআর এর চালের ওজন পরীক্ষা করেন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এরপর সংশোধিত তালিকার ১০ টাকা কেজি চালের নতুন কার্ড হস্তান্তর করেন তিনি। এসময় তিনি উপস্থিত জনতাকে করোনা মহামারী প্রতিরোধে আরো সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।

    আরও খবর

    Sponsered content