• অনিয়ম / দুর্নীতি

    দ: সুনামগঞ্জে গরীবের ঘর শিমুলবাক ইউপি সদস্যের বাবার ভিটায়

      প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৯:৪৩:৩৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ  প্রতিনিধি।। দক্ষিণ সুনামগঞ্জের কিছু ইউনিয়ন পরিষদের  এখনও দূর্নীতি বন্ধ হয়নি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের  উকারগাও গ্রামের  এক অসহায় পরিবারের সরকারী বরাদ্দকৃত ঘর গরীবের বদলে  শিমুলবাক ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আমীনের পিতার ভিটায় স্থাপন করা হয়েছে।

    এনিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

    দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের  ওয়ার্ড সদস্য  নুরুল আমীন  এক অসহায় হতদরিদ্র পরিবারের  সরকারী বরাদ্দকৃত ঘর গরীবের বদলে নিজের পিতার ভিটে স্থাপন করিয়াছেন।

    বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী গরিবের প্রাপ্য ঘর গরীব পাওয়ার কথা থাকলেও তিনি নিজ পিতার কাছে  মোটা অংকের টাকায় বিক্রি করে দিয়েছেন, । ফলে হতাশ হয়ে পরেছেন অসহায় পরিবারের লোকজন। ইউপি সদস্য   নুরুল আমীনের এই সীমাহীন  দুর্নীতির  জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরবারে অভিযোগ দায়ের করেন উকারগাও গ্রামের দিনমজুর কিসমত আলী।

    অভিযোগ সুত্রে জানা যায়, ইউপি সদস্য নুরুল আমীন  নিজ পিতার  কাছে বড় অংকের টাকার বিনিময় অসহায় পরিবারের ঘরটি আপন পিতার নিকট বিক্রি করিয়াছেন। ইউপি সদস্য নুরুল আমীন কিসমত আলীকে ঘর দিবে বলে বহুদিন যাবত প্রতিশ্রুতি দিয়ে উনার কাছ থেকে প্রায় তিন হাজার টাকা ও নিয়েছেন। উনার নিজের পিতার ভিটে ঘর নির্মান দেখে দিনমজুর কিসমত আলী ইউপি সদস্য নুরুল আমীনের সাথে সামান্য কথা কাটা-কাটি করলে নুরুল আমীন কিসমত আলীকে প্রাণে মারার ভয় দেখিয়ে হুমকি দমকী দেন। উনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে চাইলে ইউপি সদস্য নুরুল আমীন বিভিন্ন ভাবে বার বার বাধা প্রদান করনে আজ তিনি অভিযোগ দাখিলের পর ইউপি সদস্য উনাকে চিরতরের জন্য দেখে নেওয়ার ভয়ভীতি দেখান।

    ইউপি সদস্য রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাবা গরীব তাই তাকে ঘর নির্মাণ করে দিয়েছি। ঘর দেয়ার ব্যাপারে কিসমত আলীর সাথে আমার কোন কথাই হয়নি।

    এ ব্যাপারে শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু বলেন, উকারগাওয়ে একটি সরকারি ঘর দেয়া হয়েছে। সেটি মেম্বারের বাবা-চাচা বা আত্মীয়ের কিনা কিনা আমি জানি না।

    দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে একাধিকবার কল দেয়ার পরেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content