• লিড

    দিরাই-শাল্লাসহ দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. তাহির রায়হান চৌধুরী পাবেল

      প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৫:১৭:০৭ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা সহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

    (২৪ মে) রোববার এক পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই দিনে রাগ, হিংসা, ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে এসে পালন করি।

    তাহির রায়হান চৌধুরী বলেন, মুসলিম উম্মাহ’র জন্য একটি প্রাণবন্ত উৎসবের দিন হিসেবে পালিত হয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর ।
    তবে এবার করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশানুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই প্রত্যেককে ঈদের আনন্দে ভাগাভাগি করতে হবে। মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল ফিতরের আগমন।

    তিনি আরও বলেন, মহান সৃষ্টি কর্তার নিকট কায়মনো চিত্তে এ প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে এই করোনা মহামারি’র বিপদ থেকে পরিত্রাণ দান করেন।আমিন।

    0Shares

    আরও খবর

    Sponsered content