• করোনা ভাইরাস নিউজ

    দিরাইয়ে সদ্য নারায়নগঞ্জ ফেরত দুটি পরিবারকে ইউএনও’র উপহার খাদ্য সহায়তা প্রদান

      প্রতিনিধি ২২ মে ২০২০ , ১১:৪৪:২৩ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধি।।  দেশে করোনা সংক্রমণের পাদুর্ভাব কালে সদ্য নারায়গন্জ ফেরত সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবার দুটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফি উল্লা খাদ্য সহায়তা প্রদান করেন। শুক্রবার বেলা ৩ ঘটিকায় দিরাই রক্তদাতা সংঘ’র সাধারন সম্পাদক শিপলু রায় সঞ্জয় প্রদানকৃত ৬০ কেজি চাল পরিবার দুটির নিকট পৌছে দিয়ে আসেন। জানা যায় গ্রামের গোষ্ট লাল দাস ও গোপাল দাস নারায়নগঞ্জ থেকে গতকাল চান্দপুর গ্রামে আসেন। গ্রামবাসির নির্ধারিত স্থানে কালনী নদীর তীরবর্তী একটি ঘরে তারা সেচ্ছা হোম কোয়ারেন্টাইন বিধি মেনে অবস্থান করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফি উল্লা জানান বর্তমান করোনা পাদুর্ভাবকালীন সময়ে তাদের আসা কাম্য নয় তবুও আগত পরিবার দুটিকে হোম কোয়ারেন্টাইন বিধি মেনে ১৪ দিন ঘরের বাহির না যাওয়ার পরামর্শ দিয়েছি।
    এসময় দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ’র সাধারণ সম্পাদক শিপলু রায় সবজী ও দিরাই উপজেলা ছাত্রলীগ মহিলা বিষয়ক সম্পাদক সুইটি সূত্রধর পূজার নিজস্ব অর্থায়নে পরিবার দুটিকে আলু, তেল, পিয়াজ, লবন, চিনি,ডাল,২টি সাবান, প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস,দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ’র সাধারণ সম্পাদক শিপলু রায় সঞ্জয়,সুইটি সুত্রধর পুজা,কৃষ্ণ সরকার ঝুটন সূত্রধর প্রমূখ।

    আরও খবর

    Sponsered content