প্রতিনিধি ২২ মে ২০২০ , ৯:৩০:১২ অনলাইন সংস্করণ
মোঃ ইদু খান, নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতিক বৈশ্বিক মহামারী করোনা আতঙ্কে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লক ডাউন করা হয়েছে। এতে কর্মহীন হয়ে,অসহায় হয়ে পড়েছে খেঁটে খাওয়া মানুষগুলো। এ অবস্থায় অসহায় মানুষের পাশে দড়াতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেণ শিউল আহমেদ চৌধুরী।
টংগর গ্রামে, আলো, পেঁয়াজ, তেল, ডাল, চিনি, ময়দা, সেমাই, ৩৫০ অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের
টংগর গ্রামের মাজের বাড়ী নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মানচেষ্টার ওলড্রামের বিশিষ্ট বয়বসায়ী শিউল আহমেদ চৌধুরী।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে জন্ম নেওয়া এই জন দরদী মহান ব্যক্তি নিজ উদ্যোগেই এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানাযায়।
শিউল আহমেদ চৌধুরী বলেন, যেই গ্রামের আলো বাতাসে আমার বেড়ে উঠা-যেখানে আমার জন্ম ও অতীত বসবাস,আত্মীয় স্বজন পরিবেষ্টিত সেই গ্রামবাসীর পাশে দাড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।
কবি আনহার গজী চৌধুরী এই উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন, তিনি বলেন-সরকারের পাশাপাশি সমাজের বিত্ত্ববাণ এবং প্রবসীরা এগিয়ে এলে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষগুলো অনেক অনেক অনেক উপকৃত হবে।জাতির ক্রান্তিকালে শিউল আহমদের এই অবদানকে তিনি মহত আখ্যায়িত করে বলেন,প্রবাসীদের কাছে আমাদের এটিই কাম্য। আপনারা জানেন সারা বিশ্বে আতঙ্কের নাম করোনা ভাইরাস, যা ছোঁয়াছে রোগ। যার কোন প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি-এ রোগের ফলে প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন রোগ বৃদ্ধি পাচ্ছে। এ রোগ থেকে বাঁচার একমাত্র পথ হলো জনসচেতনা এবং পরিষ্কার পরিছন্ন থাকা। তাহলেই সম্ভব করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া। আমি ধন্যবাদ জানাই আমার চাচাকে এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।
টংগর গ্রামের কৃতি সন্তান দৈনিক জনতার কণ্ঠ পত্রিকার উপদেষ্টা শামছুল ইসলাম আবাব মিয়া বলে,
আমাদের সমাজে যারা জনপ্রতিনিধি, শিল্পপতি ও বিত্তশালী তারা যদি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসে তাহলে করোনার ভাইরাসের কারনে মানুষের কষ্ট হবেনা।
জয় হোক মানবতার,করোনা নিপাত যাক। সবার সুখশান্তি কামনা করি।