• সুনামগঞ্জ

    দিরাইয়ে মালিক পক্ষের সাথে ভাড়াটিয়াদের মতবিরোধের মিমাংসা

      প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৫:০২:৩৩ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ গতকাল পাঠকপ্রিয় দৈনিক ভাটি বাংলা নিউজ পোর্টালে “দিরাইয়ে বাসা ভাড়া নিয়ে বড় নগদীপুর হাউজের মালিক পক্ষের চাপে দিশাহারা কর্মহীন ভাড়াটিয়া” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে
    দিরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় নগদীপুর হাউজের সত্ত্বাধিকারী শফিকুল হক কাছা মিয়ার বাসা  ভাড়া পরিশোধের চাপের বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসা করা হয়েছে।
    আজ ১৩ ই মে বুধবার দুপুর ১২ টায় আরামবাগস্থ বাস বভনে মালিক পক্ষের প্রতিনিধি মাওঃ আরকান মিয়া ও আব্দুল মুকিত মিয়ার উপস্থিতিতে “বাসা ভাড়ার চাপে দিশেহারা কর্মহীন ভাড়াটিয়ারা নিউজের প্রেক্ষিতে উদ্ভুত বিষয়টি মিমাংসিত হয়েছে।
    উল্লেখ্য ১২ ই মে মঙ্গলবার দৈনিক ভাটি বাংলা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ মালিকপক্ষ ও তাদের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
    উভয় পক্ষের উন্মুক্ত আলোচনায় এবং সম্মতিতে মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে বকেয়া থাকা এপ্রিল ও মে মাসের (২মাসের) ভাড়া জুন মাসের ভাড়ার সাথে সমন্বয় করে  যার যেমন সাধ্যমত সম্ভব একত্রে অথবা ভেঙে ভেঙে পরিশোধ করবেন ভাড়াটিয়ারা।
    উক্ত সিদ্ধান্তে উভয়পক্ষই সম্মত হন।
    এসময় ভাড়াটেদের মধ্যে উপস্থিত ছিলেন জগলু খাঁন, সাইফুল ইসলাম, সেবেক আলী, মিয়া হোসেন, রাসেল মিয়া, এস এম আইয়ুব, শামীম চৌধুরী ও সাংবাদিক রুকনুজ্জামান জহুরী।
    ভাড়াটিয়াদের প্রতিনিধি জগলু খান দৈনিক ভাটি বাংলা’কে বলেন মালিক পক্ষের সাথে আমাদের ভুল বুঝা-বুঝির কারনে এমনটা হয়েছিল আজ প্রায় দু ঘন্টা আলোচনার পরে বিষয়টি আমাদের ও মালিক পক্ষের মধ্যে মিমাংসা হয়েছে। সুন্দর সমাধানের জন্য আমি মালিক পক্ষকে ধন্যবাদ জানাই।

    আরও খবর

    Sponsered content