প্রতিনিধি ১২ মে ২০২০ , ৭:১০:৫৮ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী করোনা ভাইরাস এর দুর্যোগে লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মহীন মানুষের এমনিতেই পরিবার চালাতে হিমসিম খাচ্ছে, ধারকর্জ করে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। দেশের বিভিন্ন প্রান্তে দোকান ও বাসা মালিক উদারতা দেখিয়ে দোকা ও বাসা ভাড়া মওকুফ করে মহৎ হ্নদয়ের পরিচয় দিচ্ছেন। আবার ভাড়াটেদের বিরুদ্ধে অমানবিকতা দেখিয়ে সমালোচিত হচ্ছেন আবার জেল জরিমানাও গুণছেন কেউ কেউ।
এমনি আরেক মালিকের অমানুষিকতার শিকার দিরাই’র কিছু ভাড়াটিয়া। সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় নগদীপুর হাউজের সত্ত্বাধিকারী শফিকুল হক কাচা মিয়ার আরামবাগস্থ বাগানবাড়ির ভাড়াটে থাকা লোকদের ভাড়া দেওয়ার জন্যে চাপ সৃষ্টি করছে মালিকপক্ষ। ভাড়াটে লোকজন করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়ায় তারা দিশাহারা হয়ে আছে।
রমজানের পূর্বে ভাড়ার মওকুফ এর বিষয়ে কয়েকজন ভাড়াটিয়া মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং কমপক্ষে ভাড়া সুবিধাজনক সময়ে প্রদানে সুযোগ দানের জন্য অনুরোধ জানান, কিন্তু এপ্রিল ও মে দু মাসের ভাড়া দেওয়ার জন্য চাপ সৃষ্টি করায় বাসার সবাই দিশেহারা হয়ে অদ্য ১২ ই মে মঙ্গলবার বিকাল ৫ টায় আবারও শফিকুল হক কাচা মিয়ার দ্বারস্থ হন এবং সময় ও সুযোগের আবদার করেন। তাতেও তিনি ভাড়া মওকুফ ও কমানোর বিষয়ে অসম্মতি জ্ঞাপন করেন।
উনার বিরুপ আচরণের কারনে দুঃখ প্রকাশ করে ভাড়াটিয়া জগলু খান বলেন- আমি বিগত ৭ বছর যাবৎ এই বাসায় অবস্থান করছি কোনদিন কোন বিষয় নিয়ে উনার শরণাপন্ন হই নাই। দেশে করোনা মহামারী দেখা দেওয়ায় আমাদের আয়ের উৎস না থাকায় আমরা বিপাকে আছি। সকল ভাড়াটেদের অপারগতার কারণে আমরা সবাই উনার কাছে গিয়ে কোন সঠিক উত্তর না পেয়ে কষ্টই পেলাম। ভাড়াটেদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মিয়া হোসেন, সেবেক আলী, রাসেল মিয়া, রুকনুজ্জামান জহুরী, এসএম আইয়ুব আলী, মোঃ শামীম চৌধুরী।